.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

সংলাপের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্ম জয়ন্তী উদযাপন
Share
২৫ বৈশাখ বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্ম জয়ন্তীতে সংলাপ কুমিল্লার উদ্যোগে কুমিল্লার কবির স্মৃতি বিজড়িত স্থান পুরাতন অভয় আশ্রম (কে.টি.সি.সিএ লিঃ) এর তৎকালীন সেবা সদন প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবার আয়োজন করে আলোচনা সভা, সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাট্যানুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান। সংলাপের পরিচালক শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, বুদ্ধিজীবী শান্তনু কায়সার। বক্তব্য রাখেন কিশোর চিত্রের সম্পাদক জাপানে রবীন্দ্রনাথ গ্রন্থের সম্পাদক প্রবীর বিকাশ সরকার ও কে.টি.সি.সিএ লিঃ সহ-সভাপতি আলহাজ্ব আবদুল লফিত ভূঞা। জেলা প্রশাসক তার বক্তব্যে রবীন্দ্র স্মৃতি বিজরিত এ স্থানকে সকলের সহযোগিতায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিউলী রায় ও সূচী। আবৃত্তি করে অনন্ত ও তাসমীয়, নৃত্য পরিবেশন করে বৃন্দা, পূজা, পূর্বা, ঐশি, আর্চি। সবশেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের নাটক বিনে পয়সার ভোজ নাটকটির নির্দেশনায় ছিলেন শাহজাহান চৌধুরী, অভিনয় করে নুরু, মিল্টন, অপু, সোলায়মান, রায়হান দিলীপ ও রাশেদ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন ফারহানা।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD