.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

৪ ও ৫ মে খেলাঘরের জাতীয় সম্মেলন
Share
আগামী ৪ ও ৫ মে শুক্র ও শনিবার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন খেলাঘরের জাতীয় সম্মেলন ২০১২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলন বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত হবে।সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশন। ৪ মে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন অধ্যাপিকা মাহফুজা খানম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ, শিল্পী লায়লা হাসান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, রেজাউল করিম প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নয় শঙ্কা নয় ভয়, চাই শিক্ষা আনন্দময়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শিশু-কিশোর অংশ নেবে। সম্মেলনে ৬৪ জেলা থেকে শাখা আসর, উপজেলা, জেলা ও মহানগর কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। এতে আরো বলা হয়, দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন পথ ঘুরে শিশু একাডেমীতে শেষ হবে। সন্ধ্যায় জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি। ডা. লেলিন চৌধুরী বলেন, বর্তমানে দেশে ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরের সংখ্যা প্রায় ৬ কোটি। এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাই তাদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও বিনোদনসহ প্রতিটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD