.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

কুমিল্লায় এসিড সন্ত্রাসের বিরুদ্ধে যুগান্তর স্বজন সমাবেশের মানববন্ধন
Share
স্টাফ রিপোর্টার।। গতকাল শুক্রবার যুগান্তর স্বজন সমাবেশ কুমিল্লা শাখা মহানগরীর বাদুরতলা কমার্সিয়াল ইনষ্টিটিউট প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লার আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুলের দুই শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও মোঃ আল আমিন এর উপর সাম্প্রতিক নৃশংস এসিড হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। যুগান্তর স্বজন সমাবেশের জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন- স্বজন উপদেষ্টা প্রদীপ কুমার পাল বাবলু, যাত্রিক সভাপতি মোঃ হাসিম আপ্পু, কুমিল্লা সিটি প্রেস ক্লাবের সেক্রেটারি তাপস চন্দ্র সরকার, স্বজন সহ-সভাপতি তপন সাহা, পিযুস কান্তি সাহা পিন্টু, মোঃ গোলাম হাসনাঈন, মোঃ সিফাত উল্লাহ, জয়দেব ভট্টাচার্য ভুলু, মেহেদী হাসান সবুজ, মোঃ এমদাদুল হক ইয়াসিন, সজল ভদ্র, সজল সরকার, সৈয়দ ডালিম হোসেন, বাদল দাশ, শুভ্রদেব দত্ত, অমল সরকার, প্রফুল্ল চন্দ্র কর, মোঃ শাহআলম, পলাশ বিশ্বাস, রতন মজুমদার প্রমুখ। মানব বন্ধন শেষে আলোচনা সভায় স্বজন নেতৃবৃন্দ অবিলম্বে এসিড সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে জোর দাবী জানান।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD