.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

হাজী বাহার, মনিরুল হক সাক্কু, ওমর ফারুকের সাথে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Share
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০১২-২০১৬ সালের নির্বাচিত নেতৃবৃন্দ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ক্রীড়ার উন্নয়নের ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করেছেন। ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ গত ১ মে সন্ধ্যায় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মুন্সেফ বাড়ির কার্যালয়ে ও গতকাল দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর কার্যালয়ে, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুকের কার্যালয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিলীপ কুমার পাল, শিবলী নোমানী, সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সম্পাদক মো: মাহবুবুল আলম চপল, মো: মঞ্জুর কাদের মনি, কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিদ, এড. জহিরুল ইসলাম সেলিম, এম এ মতিন খান, নাদেরুজ্জামান নাদের, এড. আতিকুর রহমান আব্বাসী, এড. রুস্তম আলী, কাজী মোঃ উমাম, মজিবুর রহমান, এহসানুল আলম কিশোর, তবারক উল্যাহ কায়েস প্রমুখ। পরে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসানের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD