.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

কুমেক হাসপাতালের বারান্দায় পড়ে থাকা আহত ব্যক্তির সাহায্যের আবেদন
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার বারান্দায় পড়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব একজন মানুষ। কে এই ব্যক্তি ? কি তার পরিচয় ? কেউ তা জানেনা। দেখভাল করার কেউ নেই বলে ক্রমে তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একজন মহিলা এ ব্যক্তির একটি ছবি নিয়ে এসে তার সাহায্যের কথা বলেন। তিনি জানান, হাসপাতালে একজন রোগীনির সেবা করতে তিনি ওই রোগীনির সাথে গ্রামের বাড়ির থেকে এসেছেন। ৫-৬দিন যাবৎ তিনি হাসপাতালে অবস্থান করছেন। হাসপাতালে অবস্থানকালে তিনি দেখতে পান হাসপাতালের বারান্দায় একটি হুগলার উপর শায়িত একটি বৃদ্ধ লোক আহত অবস্থায় পড়ে আছে। তাকে দেখাশোনা করার কেউ নেই। হাসপাতালের ডাক্তার ও নার্সরাও এ লোকটির দিকে তেমন খেলায় রাখছে না। এ অবস্থায় এ মহিলা গতকাল সন্ধ্যায় দৈনিক কুমিল্লার কাগজ কার্যালয়ে এসে লোকটিকে সহযোগিতার কথা বলেন। আসুন, দু:স্থ অসহায় ও নাম পরিচয়হীন এ মানুষটির পাশে আমরা দাঁড়াই। মানুষ তো মানুষের জন্যই।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD