.
 
Publish Date: 30 Nov -0001 00:00:00

চান্দিনায় বাস চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
Share
চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রাম গ্রামের আশুতোষ চন্দ্র সিংহের ছেলে শ্রীকান্ত চন্দ্র সিংহ (২৪), তার জেঠাতো ভাই রনজিৎ সিংহের ছেলে প্রসেনজিৎ সিংহ (২৫) ও একই জেলার দেবিদ্বার উপজেলা গুনাইঘর গ্রামের মৃত: নিখিল চন্দ্র বীরের ছেলে মানিক চন্দ্র বীর (২৫)। হাইওয়ে পুলিশ ইলিয়েটগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুক বাংলানিউকে জানান, কুমিল্লা থেকে একটি বাজাজ পালসার মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে চান্দিনার দোতলা এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
 
The Sire Design Mantain & Developed by RiverSoftBD