শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
কসবায় টিসিবি’র ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি, ব্যাপক সাড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

কসবা প্রতিনিধি:
উপজেলা পরিষদ চত্ত্বরে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মনোনিত ডিলার মেসার্স আবু কাউছার এন্টারপ্রাইজের উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩ মেট্রিকটন পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। এ সময় সহকারী কমিশনা (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, টিসিবি’র ডিলার মো. আবু কাউছার, কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, শতশত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। বিশৃংখলা এড়াতে গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্রি কার্যক্রম। উপস্থিত ক্রেতারা বলেন, বাজারে পেঁয়াজের কেজি ১৯০ টাকা থেকে ২৪০ টাকা। সেখানে টিসিবি ৪৫টাকায় পেঁয়াজ বিক্রি করছে।
টিসিবির পরিবেশক মো. কাউছার বলেন, কসবা উপজেলার জন্য তিনিই একমাত্র পরিবেশক। প্রথম বারের মত ৩ মেট্রিকটন পেঁয়াজ ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এনে ৪৫ টাকা কেজি দরে নায্যমুল্যে বিক্রি করছেন। তিনি আরো বলেন, নতুন ভাবে পেঁয়াজ বরাদ্ধ পেলে আবার বিক্রি করবেন।
 পেঁয়াজ কিনে যাওয়ার সময় কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রামের আবদুল আলীম বলেন, বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি। সরকারি মুল্যে বিক্রি করা পেঁয়াজ কিনতে সব শ্রেণি-পেশার মানুষই দাঁড়িয়েছেন এবং টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ বিক্রির ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির জন্য টিসিবি’র একজন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। আরো একজন ডিলার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। স্ষ্ঠুুভাবে নায্যমূল্যে বিক্রির জন্যে ৩ মেট্রিকটন পেঁয়াজ বরাদ্ধ দেয়া হয়েছে।  













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft