শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
কুমিল্লায় ৫ ঘন্টার ব্যবধানে মৃত্যুর কোলে স্বামী-স্ত্রী : পাশাপাশি দাফন
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ৬:২৪ পিএম |

জহির শান্ত: কুমিল্লায় স্বামীর মৃত্যুর ৫ ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শোকাতুর স্ত্রীও। জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী দু’জন হচ্ছেন উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আবদুল কাদের (৫৫) ও তার স্ত্রী সাফিয়া খাতুন (৪৮)। 
শুক্রবার সকালে জানাজা শেষে স্বামী-স্ত্রী দু’জনের মরদেহ পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আবদুল কাদের ও সন্ধ্যায় মারা যান সাফিয়া খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুল কাদের কিছুদিন যাবৎ অসুখ-বিসুখে ভোগছিলেন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। ওইদিন বাদ এশা (রাত সাড়ে ৮টা) তাঁর জানাজা ও দাফনের জন্য সময় নির্ধারণ করেন স্বজনরা। 

এদিকে স্বামীকে হারিয়ে শোকাতুর সাফিয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছিলেন। অতিরিক্ত আহাজারী ও কান্না করতে করতে সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সাফিয়া খাতুনও।

একই দিনে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পরিবার ও স্বজনদের জন্য হৃদয়বিদারক- উল্লেখ করে ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বলেন, ‘আবদুল কাদের খুব ভালো মানুষ ছিলেন। তাঁর জানাজায় শরীক হতে গিয়ে শুনি- কাদেরের সহধর্মিণীও স্বামীর শোকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।’

‘পরে শুক্রবার সকাল ৯টায় দু’জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে স্বামী-স্ত্রীকে।’












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft