বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
কসবা ট্রেন দুর্ঘটনায় চাঁদপুরের ৩ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

মানিক দাস ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তনগর তূর্ণা নিশীথা ও আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় চাঁদপুরের ৩ জন নিহতের পরিচয় মিলেছে। এর মধ্যে ২ জন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার। ও অপর একজন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের। বালিয়া ইউনিয়নের নিহত তরুণীর লাশ গতকাল বেলা ১১টায় বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেখানে চলছে শোকের মাতম।  
ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে কসবায় বসবাসকারী হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের শাহাদাত হোসেন ঘটনাস্থলে গিয়ে নিজের চাচা মজিবুর রহমান (৫০) ও চাচি কুলসুমার (৪৩) মরদেহ পেলেন । নিথর দেহে কসবা উপজেলার বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় রাখা ছিল।  
শাহাদৎ জানান, মন্দবাগ এলাকায় থেকে তিনি ফার্নিচার তৈরির কাজ করেন। মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন। এরপর সেখান থেকে বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন মরদেহ দেখতে। এসে বারান্দায় থাকা নিজের চাচা মজিবুর রহমান ও চাচি কুলসুমার মরদেহ দেখে হতবাক হয়ে পড়েন তিনি।
তিনি আরও জানান, মজিবুর রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসা করতেন। উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে তিনি ও তার স্ত্রী চাঁদপুরে নিজ বাড়িকে ফিরছিলেন। সকালে দুর্ঘটনার খবর পেয়ে তাদের ছেলে ফোন দিয়েছে খবর জানতে। আমি এখনও চাচা-চাচির মৃত্যুর খবর বাড়িতে জানাতে পারিনি।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে আন্তনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তনগর তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হন।
অপর দিকে চাঁদপরু সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের উত্তর বালিয়া তালুকদার বাড়ির সৌদি প্রবাসী বিল্লাল হোসেন বেপারীর পরিবার সিলেটে বোনের মেয়ের বিয়েতে যোগ দিতে গত ৭ নভেম্বর শিশু কিশোর সহ ৭ জন সেখানে গিয়েছিল। দুর্ঘটনার দিন বিল্লাল হোসেনের স্ত্রী বেবী বেগম (৪৫), শাশুড়ী ফিরোজা বেগম (৬৫), মেয়ে সুমি আক্তার (২০), ফারজানা আক্তার (১৭), শিশু ইলরিন (৫), জুবায়েদ (৩) বিয়ের অনুষ্ঠান শেষে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরছিল। ওই দূর্ঘটনায় বিল্লাল হোসেনের ছোট মেয়ে ফারজানা আক্তার দূর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে মারা যায়। অপর সদস্যরা মারাত্মকভাবে আহত হয়। সরজমিনে বালিয়া ইউনিয়নের তালুকদার বাড়িতে গেলে জানা যায়, মিতু আক্তার (২৫) ও শাহিদা বেগম (৪০) এখনও নাকি নিখোঁজ রয়েছে। এদের সন্ধান এখনোপাওয়া যাচ্ছে না। আহত শিশু ইলরিন (৫) ও জুবায়েদ (৩) কে চাঁদপুরে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফারজানা আক্তারের মৃত্যুতে উত্তর বালিয়া গ্রামে যেন শোকের ছায়া নেমে এসেছে। ফারজানার মৃতদেহ সকাল ১১টায় বালিয়া গ্রামে আনা হলে হাজারও মানুষ ও তার বিদ্যালয়ের সহপাঠীরা শেষ বারের জন্য দেখতে ছুটে আসে। একটি সূত্র থেকে জানা যায়, ফারজানার পিতা সৌদি প্রবাসী বিল্লাল বেপারীর মেয়ের মৃত্যুর খবর শুনে সৌদি এয়ারলাইন্সের বিমানযোগে রওনা দিয়েছেন।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft