বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
চাঁদপুরে ঘুর্ণিঝড়ের প্রভাবে জনজীবনে ছিলো স্থবির
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম |

মানিক দাস ॥ ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে চাঁদপুর শহর ও শহরতলী এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চাঁদপুরে ৯ নম্বর বিপদ সংকেত থাকায় সাধারণ মানুষ আতংকিত হয়ে অনেকেই ঘর থেকে রাস্তায় বের হননি। শুধুমাত্র কর্মজীবী ও শ্রমজীবী মানুষরাই এই দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছে।  
শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকেই আকাশছিলো মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যার আগ থেকে বৃষ্টিপাতের মাত্রা অনেকাইংশ বেড়ে যায়। সন্ধ্যা ও রাতে পরে থেমে থেমে বৃষ্টি হয়। রাত ১০টার পর শহরে সড়কগুলোতে যানবহন ও জনচলাচল অনেক শূন্য হয়ে পড়ে। এদিকে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে গতকাল শনিবার সকাল থেকে সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়।  
আবহাওয়া অফিস সূত্রে আরো জানাগেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর পানি স্বাভাবিকের চাইতে কয়েক ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এজন্য চাঁদপুর সদর উপজেলার নদী সংলগ্ন ইউনিয়নগুলো থেকে জন সাধারণকে নিরাপদ হেফাজতে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে রাজরাজেশ্বর ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন, হানারচর ইউনিয়ন, চান্দ্রা ইউনিয়ন নদী এলাকার জনসাধারণকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আর এ জন্য সকালে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল- মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সহ জেলা প্রশাসনের নেতৃবৃন্দ এসব ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন যেন ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ইউনিয়নের জনসাধারণকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পুরো শহর ছিল জনগণ শূন্য। শহরে তেমন একটা অন্য দিনের মতো যানবাহনের জট ছিল না।













সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft