শিরোনাম: |
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিােভ মিছিল
|
রণবীর ঘোষ কিংকর।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিােভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন করে তারা। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল সহ-সভাপতি ফারুক আহমেদ, বাড়েরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদল নেতা আরিফ আহমেদ, জোবায়ের আহমেদ সুমন, খায়রুল ইসলাম, হাসিব জামান, নাজমুল ইসলাম, শাহাদাত হোসেন সোহাগ, সাজিব ভূঁইয়া, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, তানভির খান প্রমুখ। |