শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
মুরাদনগরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম |

মুরাদনগরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তমো. হাবিবুর রহমান :
মুরাদনগরে মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় চারটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি বর্ষা প্লাবিত জলাশয়ে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির সুস্থ্য-সবল পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাছির আহাম্মদ ভুইয়া, দেবিদ্বার মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম ও সাংবাদিক শামীম আহাম্মদ প্রমুখ। প্রাতিষ্ঠানিক পুকরগুলো হচ্ছে-উপজেলা পরিষদ পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর, টনকী পরিবার-পরিকল্পনা অফিস পুকুর, দিলালপুর তমিজ উদ্দিন আদর্শ শিশু সদন পুকুর ও বর্ষা প্লাবিত ডুমুরিয়া বিল। পুকুর ও জলাশয়ে এক লাখ টাকা মূল্যের ৩১২.৫ কেজি পোনা মাছ দেবিদ্বার মৎস্য বীজ উৎপাদন খামার থেকে ক্রয় করা হয়।    












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft