শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৬ পিএম |

গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিতআবুল কালাম আজাদ ঃ
কুমিল্লা নগরীর কোটবাড়ীতে অবস্থিত গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু। গন্ধমতি সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার কবীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা সালমান আহম্মেদ নজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজল খাঁন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূঁইয়া, মহানগর যুবলীগ নেতা আক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুকু রানী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মিরাতুল ফাতেমা লিপি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা চান মিয়া, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু হানিফ, সহ-সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সাইদ, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ, সার্বিক সহযোগিতা করেন স্থানীয় শরীফ ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে আগত অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আবদুল হাই বাবলু বলেন বর্তমান শিক্ষাবান্ধব সরকার পড়ালেখার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। যাতে শিক্ষার্থীরা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের দিকে ধাবিত না হয়ে পড়ালেখার প্রতি আকৃষ্ট হয়। বর্তমানে বিশে^র দরবারে খেলাধুলার কারণে বাংলাদেশ সুপরিচিত দেশ হিসেবে স্থান করে নিয়েছে। পরে তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা কচিকাচা শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দায়িত্ব পালন করুন।












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft