শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে -- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০১৮, ৫:৪১ পিএম |

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে  -- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীমো. হাবিবুর রহমান :
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, সকল প্রকার ভেদাভেদ ভূলে হিন্দু মুসলমান শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে মিলে মিশে শান্তিতে বসবাস করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা দীর্ঘ নয় মাস কষ্ট করে এ দেশ স্বাধীন করেছে। তার অর্থ এই না যে, সংখ্যালঘু সম্প্রদায়কে একের পর এক বিপদে ফেলে সমাজে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে তাদের বাড়ি, জায়গা-জমি দখল করে নিবে। তারা যদি কোন অন্যায় করে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তা থেকে রক্ষা পেতে হলে সমাজের খন্ড খন্ড সম্প্রদায়কে অখন্ড করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন দেশে না গিয়ে এ দেশেই সম্মানের সাথে বসবাস করবে। যদি বিনা কারণে তাদের উপর অন্যায়-অত্যাচার, নির্যাতন-নিপীড়ন করা হয় তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা কষ্ট পাবে।  
মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শনিবার রাতে মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর অযাচক আশ্রমে আগমনী উৎসব উপলক্ষে ‘সাধন-নিষ্ঠা অসাম্প্রদায়িকতার বুনিয়াদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আশ্রমের অধ্যক্ষ ডা: মানবেন্দ্রনাথ সরকারের (যুগল ব্র‏হ্মচারী মহারাজ) সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব অজিত কুমার পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় অখন্ডমন্ডলীর সভাপতি ড. অসীম সরকার, চ্যানেল টুয়ান্টিফোর সম্পাদক রাহুল রাহা।
এডভোকেট নির্মল ব্র‏হ্মচারী ও জীবন সরকারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাংগীর আলম, মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান, সমাজ সেবক জয়ন্ত কুমার পোদ্দার, সুবোধ কুমার বিশ্বাস, শুশান্ত কুমার পোদ্দার, অধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, অধ্যক্ষ বিমল বিকাশ ভৌমিক, অধ্যাপক নিত্যানন্দ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ সারথী দত্ত, সাধারণ সম্পাদক শংকর রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম, উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, অরূপ নারায়ন পোদ্দার পিংকু, অধ্যাপক দ্বীন দয়াল পাল, কৃঞ্চ রায়, দীপক রায়, প্রেসকাবের সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক রাজিব মুন্সী, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম  প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশনায় ছিলেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন অখন্ডমন্ডলীর শিল্পীবৃন্দ।
মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আরো বলেন, শেখ হাসিনা দেশের জন্য ও দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর ঐকান্তিক অবদানেই জনগণ উন্নয়নের সুফল পাচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার, জনগণের সরকার, উন্নয়নের সরকার। শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে, তখনই দেশে উন্নয়নের জোয়ার ওঠে।












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft