শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
প্যারিসে কবিতা আড্ডা ও স্রোত-এর পাঠোন্মোচন
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ৪:০৫ পিএম |

প্যারিসে কবিতা আড্ডা ও স্রোত-এর পাঠোন্মোচনপ্যারিসে অনুষ্ঠিত হয়েছে কবিতা স্রোতে আড্ডা ও সাহিত্যের ছোটকাগজ স্রোত-এর চতুর্থ সংখ্যার পাঠোন্মোচন। গতকাল ২২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি যুগল ফকির ইলিয়াস ও ফারহানা ইলিয়াস তুলি। চিত্রশিল্পী ও আবৃত্তিকার মহিত আহমদের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে কবি যুগলের পরিচয় উপস্থাপন করেন স্রোত সম্পাদক বদরুজ্জামান জামান। তারপর তাদের ফুল দিয়ে বরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান ও চলচিত্র নির্মাতা প্রকাশ রায়।

স্রোতের পাঠোন্মোচন সূচনা করেন ফারহানা ইলিয়াস তুলি। কবিতা পাঠে অংশ নেন কবি চৌধুরী রেজাউল হায়দার, অয়ন শাহ পরান, মো. নুর-এ-আলম, আজাদ মিয়া, মোজাম্মেল হোসেন আরিন্দা ও সাংবাদিক ফয়সাল আহমদ দ্বীপ প্রমুখ।

অতিথি হিসেবে আলোচনা করেন ফকির ইলিয়াস। তিনি তাঁর আলোচনায় বলেন, বিশ্বে সাহিত্যের মূলধারায় প্রহরীর ভূমিকা পালন করছে লিটল ম্যাগাজিন। দ্য পোয়েট্রি, আমেরিকান পোয়েট্রি রিভিউ, প্যারিস রিভিউ, আটলান্টা জার্নাল—এগুলোর নাম করা যায়। তিনি বলেন, বিদেশে সাহিত্যচর্চায় আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা আমাদের জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা ভুলে না যাই। মৌলিক সাহিত্য রচনায় আমরা তখনই সার্থক হতে পারব, যখন নিজের হস্তছাপ রাখতে পারব।
ফকির ইলিয়াস আরও বলেন, স্রোত প্যারিসে যে কাজটি করছে, তা শুরু মাত্র। তা অনেক এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, লেখক ও কবি হ‌ুমায়ূন কবির সম্পাদিত ঘুঙুর–এর ফ্রান্স সংখ্যা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালের শেষার্ধে তা বের হবে। এর অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন স্রোতের সম্পাদক কবি বদরুজ্জামান জামান। এই সংখ্যায় ফ্রান্সের লেখকদের প্রাধান্য দেওয়া হবে। অনুষ্ঠানের আড্ডা পর্বে ফকির ইলিয়াস বলেন, কবিতায় নিবেদিত প্রাণ হতে হয়। মৌসুমি কবি হয়ে বেশি দিন টিকে থাকা যায় না।

তারপর আড্ডা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন প্যারিসের আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পীরা। আবৃত্তি করেন গিয়াস বাবু, মোহাম্মদ গোলাম মোরশেদ, ওয়াহিদুজ্জামান ও লাবণি। পুথি পাঠ করেন পুথিশিল্পী কাব্য কামরুল। ফরাসি কবি শারল বোদলেয়ারের কবিতা পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান। সংগীত পরিবেশন করেন কুমকুম সাইদা, গৌতম বিশ্বাস ও ইসমত খানম ফ্লোরা। এ ছাড়া শিশুশিল্পী রামিছা বাতুলও সংগীত পরিবেশন করে।

সবশেষে আপ্যায়ন পূর্ব মুক্ত আড্ডায় অংশ নেন নজরুল অনুরাগী খুরশেদ আলম পাটোয়ারি, অলকা বড়ুয়া, প্রকাশ রায় ও আবদুল কাদিরসহ অন্যান্যরা। আড্ডায় উঠে আসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে প্যারিস ও আমেরিকার সাহিত্যচর্চার বিভিন্ন দিক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিত আহমদ, আবদুল কাদির, অয়ন শাহ পরান ও নুর–এ–আলম।












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft