বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
হিরো আলম অতিথি করায় বাংলালিংক নিয়ে সমালোচনার ঝড়
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ৮:৪২ পিএম |



হিরো আলম অতিথি করায় বাংলালিংক নিয়ে সমালোচনার ঝড়কুমিল্লার কাগজ ডেস্ক:  
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে সবচেয়ে আলোচনায় হিরো আলম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনার ঝড়। তাকে বিভিন্ন তারকাদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।
 
তাকে নিয়ে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। খুব অল্প সময়েই তার জনপ্রিয়তা হয়ে উঠে আকাশচুম্বী। তবে তাকে নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীরা। এক পক্ষ তাকে সমর্থন জানালেও এক পক্ষের দাবি হিরো আলমকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।
 
আর যারা বাড়াবাড়ি করছেন তাদের নিয়ে সমালোচনাও করে কেউ কেউ। এরই মাঝে হিরো আলমকে নিয়ে প্রমোশনে নামলো টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। আর সেখানেও উঠেছে সমালোচনা ঝড়।
 
বাংলালিংক হ্যালো স্টার সার্ভিসের অতিথি হিসেবে থাকছেন হিরো আলম।  সেটা নিয়েই নিজেদের পেজে হিরো আলমের ছবি পোস্ট করে বাংলালিংক। আর সেখানেই দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
 
বেশ কয়েকজন ব্যবহারকারী এর তীব্র সমালোচনা করেন। কেউ কেউ তো বাংলালিংক ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানান।
 
মো. সিদ্দিক নামে এক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘হা হা বাংলালিংককে ধন্যবাদ। যা একটা বায়োমেট্রিক করা সিম ছিল সেটাও ফেলে দিবো। এসব আজাইরা কাজ করে টাইম নস্ট করবো না।’
অনেকটা একই রকম কমেন্ট করেন মেহেদী হাসান রাতুল। তিনি বলেন, ‘বুঝতে পারসি আমার এই বাংলালিংক সিমটা অফ করতে হবে। অনেকদিন ধরে নেটওয়ার্ক দিয়ে অত্যাচার করছিল এবার আলম্মার টর্চার।’
 
হিরো আলমকে নিয়ে বাংলালিংকের এই প্রমোশন বাড়াবাড়ি ঠেকেছে শরীফ আহমেদ জয়ের কাছেও। তিনি কমেন্ট করেন, সেবার নামে চালান ভাওতাবাজি। আর এখন আইছেন আলমকে নিয়ে!’
তবে কেউ কেউ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। খুব অল্পদিনে আলোচনায় আসা হিরো আলমের সঙ্গে কথা বলতে চান অনেকে।
 












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft