শিরোনাম: |
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন
|
![]() বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে হয়েছে ২০০। অর্থাৎ দেশটিতে এক ডলার কিনতে এখন খরচ করতে হচ্ছে ২০০ রুপি। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির মুদ্রার মানের পতন ঠেকাতে এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়ে জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। অপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবেদন উপস্থাপন করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহে আইএমএফ মিশনের প্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এর আগে গত ৯ মে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয় ভারতীয় মুদ্রার। প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমে দাঁড়ায় ৭৭ দশমিক ৪৬, যা সর্বকালের অন্যতম সর্বনিম্ন। |