শিরোনাম: |
কুমিল্লা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট
জয় পেয়েছে কোটবাড়ি ও গ্ল্যাডিয়েটর্স
|
![]() দিনের শুরু ম্যাচে গ্ল্যাডিয়েটর্স অব টেন ৪৮ রানে হারায় সাউথ ইনকে। টসে হেরে ব্যাটিংয়ে যায় গ্ল্যাডিয়েটর্স অব টেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রানের বড় স্কোরের টার্গেট দেয় গ্ল্যাডিয়েটর্সরা। দলের পক্ষে শাহপরান অপরাজিত ৯২ রান করেন। সাউথ ইনের হাবিব ২ উকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে সাউথ ইন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনিং ব্যাটসম্যান সৌরভ নেওয়াজ। গ্ল্যাডিয়েটর্সের ইলিয়াস সানি, রবিউল ও শরিফ ২টি করে উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গ্ল্যাডিয়েটর্স ব্যাটসম্যান শাহ পরান। |