শিরোনাম: |
করোনা শনাক্তের বেশির ভাগই কুমিল্লা নগরীর
|
![]() কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লায় পরীক্ষার সংখ্যা কম বলে শনাক্তের হার বেশি দেখাচ্ছে। তবে আরো বেশি পরীক্ষা হরে বোঝা যাবে মোট আক্রান্তের হার। কুমিল্লায় এখনো ওমিক্রন শনাক্ত হয় নি, তবে আগের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণই বেশি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে এখনো করোনা আক্রান্তদের আসতে হচ্ছেনা। কুমিল্লার পুরো চিত্রটা আগামী(ফেব্রুয়ারি) মাসের প্রথম সপ্তাহে বোঝা যাবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২০৯ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ১ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ৮ হাজার ৮০৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ৭ হাজার ২৭৬ জন। এর মধ্যে ৩৯ হাজার ৩৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২৪ জন। আর মারা গেছেন ৯৫৭ জন। এদিকে ওই গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ৫৬১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনে দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। |