শনিবার ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না চান্দিনার কলেজ ছাত্রী তামান্নার
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৯:৩৪ পিএম |

এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না চান্দিনার কলেজ ছাত্রী তামান্নারকুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি কলেজ এর শিক্ষার্থী তামান্না আক্তার লিজা। কলেজে অধ্যয়ণরত অবস্থায় ভালবেসে বিয়ে করেন মাহবুব আলম নামের এক ছেলেকে। স্বামীর ঘরে থেকেই সুখ দুঃখের মাঝে যথা সময়ে ফরম পূরণসহ পরীক্ষার প্রস্তুতিও নেয় মেধাবী ছাত্রী তামান্না। 

পরীক্ষার রুটিন অনুযায়ী বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় পদার্থ বিজ্ঞান পরীক্ষা। সেই মোতাবেক যথা সময়ে তামান্না আক্তারও তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছার কথা। বিধিবাম! বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হয়নি তার। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে তার ঠিকানা হয়েছে চান্দিনা থানার লাশ ঘরে! 

স্বামীর বসত ঘরে ফ্যানের সাথে ঝুলে থাকা তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এক সন্তানের জননী তামান্না’র মৃত্যু নিয়ে ধুম্রজাল বিরাজ করছে। স্বামীর পরিবারের দাবী আত্মহত্যা আর পিতার পরিবারের দাবী হত্যা। 

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইর গ্রামে। নিহত তামান্না আক্তার লিজা একই উপজেলার গল্লাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের প্রবাসী আবুল কালাম আজাদ এর মেয়ে। দুই বোনের মধ্যে তামান্না বড়। 

নিহতের মা মাহিনূর আক্তার জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে একাদশ শ্রেণীতে অধ্যয়ণরত অবস্থায় ওই ছেলেকে ভালবেসে পালিয়ে বিয়ে করে তামান্না। প্রথমে আমরা তার বিয়েকে মেনে না নিলেও চলতি বছরের মার্চ মাসে তার একটি পুত্র সন্তান জন্ম হওয়ার পর পারিবারিক ভাবে তাদের বিবাহের বিষয়টি মেনে নেই আমরা। তারপর থেকে তামান্নার স্বামীর পরিবার যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতো। বুধবার রাতেও আমার মেয়ে ফোন করে আমাকে জানায়, ‘মা আগামীকাল (বৃহস্পতিবার) আমার পরীক্ষা দোয়া করবেন। এদিকে তারা (স্বামীর পরিবার) আমাকে টাকা আনতে বলছেন’।  এই বলে আমার মেয়ে কান্না করতে থাকে।  

পরদিনে বৃহস্পতিবার সকালে তারা আমার মেয়েকে হত্যা করে মরদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। 

এই ব্যাপারে স্বামী মাহবুব আলম এর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

তবে মাহবুব আলম এর পিতা জাকারিয়া জানান, সকালে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী (মাহবুব এর মা) বাড়ি এসে দেখে তামান্না ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আছে। 

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে আমরা দুপুর সাড়ে ১২টায় বিচুন্দাইর গ্রামের মাহবুব আলম এর বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। নিহতের স্বামীর পরিবারসহ আশ-পাশের লোকজন বলছেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে আত্ম হত্যা করেছে তামান্না। প্রাথমিক তদন্তেও আত্মহত্যার আলামত পাওয়া গেছে। 

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 













সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২