শিরোনাম: |
অ্যাপল এয়ারপড বুঝবে শরীরের হালচাল
|
![]() অ্যাপল তাদের এয়ারপডগুলোতে এই সেবা কবে আনতে পারবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। জানা গেছে, আইফোনের সাহায্যে ডিপ্রেশন এবং কগনিটিভ ডিক্লাইন নির্ণয় করার চেষ্টাও করছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, আইফোন নির্মাতা রক্তচাপ, তাপমাত্রা, ঘুমের মান, রক্তের অক্সিজেন এবং রক্তের শর্করার পর্যবেক্ষণসহ ওয়াচে বিভিন্ন সেন্সর যুক্ত করার উপায়গুলো অনুসন্ধান করছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এ একটি নতুন মাইন্ডফুলনেস অ্যাপ, ঘুমের সময়ে শ্বাসযন্ত্রের হার ট্র্যাকিং, তাই চি এবং পাইলেটস ওয়ার্কআউট রয়েছে যা সামগ্রিক সুস্থতার উন্নতিতে সহায়তা করতে পারে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭ হলো প্রথম অ্যাপল ওয়াচ যার ধুলা প্রতিরোধের জন্য একটি আইপি ৬ এক্স সার্টিফিকেশন আছে, এবং ডাবলুআর ৫০ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং বজায় রেখেছে বলে অ্যাপল দাবি করেছে। এমন এয়ারপডের জন্য এখন অপেক্ষায় রয়েছেন ব্যবহারকারীরা। |