মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
নির্বাচনে নিজ-নিজ ভোট প্রদান করতে পারবেন--প্রাণ গোপাল দত্ত এমপি
প্রকাশ: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৬.১০.২০২১ ১:৪৮ পিএম |

নির্বাচনে নিজ-নিজ ভোট প্রদান করতে পারবেন--প্রাণ গোপাল দত্ত এমপিরণবীর ঘোষ কিংকর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সদ্য নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সকল নির্বাচনে চান্দিনার প্রতিটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিব’।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ফাঐ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল আরও বলেন, চান্দিনার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধুমাত্র দুইটি ইউনিয়ন ব্যতিত কোন ইউনিয়নে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়নি। এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে একজন ব্যক্তি একটি ভোট প্রদান করতেন পারবেন। এমপি’র এক ভোট, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, শ্রমিক, কৃষক প্রত্যেকেই তার নিজ নিজ ভোট প্রদান করতে পারবেন। কারও ভোট কেউ দিতে পারবে না।
মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মনির খন্দকার, বীর মুক্তিযোদ্ধা নজির মেম্বার, জালাল মেম্বার।
সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার খলিলুর রহমান ভূইয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন চেয়ারম্যান, ব্যবসায়ী শামীম হোসেন, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি আবুল কালাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি আবু ইউসুফ, উপজেলা কৃষকলীগ সদস্য বোরহান উদ্দিন প্রমুখ।















সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২