শুক্রবার ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ইলিয়াস মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৪.২০২১ ১১:৫৬ পিএম |

ইলিয়াস মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইলিয়াছ মিয়ার পরিবার। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর রাণীর বাজার নিজ বাসায় সংবাদ সম্মেলনে ইলিয়াছ মিয়ার ছেলে ছেলে তানজিব আহাম্মদ তমাল তার লিখিত বক্তব্য পাঠ করেন।  
লিখিত বক্তব্যে তমাল দাবি করেন, কিছুদিন পূর্বে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড় কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামে একটি মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনাটি মাদক ও চোরাচালানীদের নিজেদের মধ্যে পূর্বশত্রুতার জেরে ঘটেছে এবং নিহত ব্যাক্তির বিরুদ্ধে থাকা অসংখ্য মামলা মোকদ্দমার বিষয়গুলো বিভিন্ন সংবাদে উঠে এসেছে। অথচ দূর্ভাগ্য হলো একটি বিশেষ মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ঘটনাটিকে সপরিকল্পিত ভাবে ব্যবহার করছে। তারা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নাম এর সঙ্গে জড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে ইলিয়াছ মিয়ার রাজনৈতিক অংগণে যাত্রা শুরু। নানা বৈরী পরিবেশ মোকাবেলা করে আজও তার রাজনৈতিক যাত্রা অব্যাহত আছে। তিনি বর্তমানে কুমিল্লা দিক্ষণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। এর আগে তিনি কোতয়ালী থানা আওয়ামীলীগের দুই বার সাধারণ সম্পাদক।
তমাল জানান, হত্যাকান্ডের দিন ২৬ মার্চ সকালে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে ইলিয়াছ মিয়া কুমিল্লা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছেন। বিভিন্ন পত্র পত্রিকায় সে সংক্রান্ত সচিত্র সংবাদ পকাশিত হয়েছে। অথচ ওই হত্যা মামলায় তাকে এক নম্বর আসামী করা হয়েছে।  ভাটপাড়ায় হত্যাকান্ডের সাথে ইলিয়াছ মিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রের অংশ। অনতিবিলম্বে ওই ষড়যন্ত্রমূলক মামলা থেকে ইলিয়াছ মিয়াসহ নেতৃবৃন্দের নাম প্রত্যাহার করা হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মোঃ শাহজাহান, হুমায়ুন কবির মেম্বার, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমান উল্যাহ আমান, যুবলীগ নেতা আবদুল হালিম, জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য - গত ২৬ মার্চ কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে নাদিম নামে এক যুবককে জবাই ও এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়। জেলার সদর দণি উপজেলার সীমান্তবর্তী ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা ছিলো বলে জানিয়েছে পুলিশ। সে ওই গ্রামের ইদু মিয়ার ছেলে।













সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
এমপিও বিহীন রাধানগর উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস, জিপিএ ৫ পেয়েছে ১০ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft