শিরোনাম: |
প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট ১১ এপ্রিল
|
![]() বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরতি নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে ইউপি ভোট হয়। গোলযোগ-সহিংসতার মধ্যে ২০১৬ সালে ইউপি নির্বাচনে ৭৬.৬৬% ভোট পড়েছিল চেয়ারম্যান পদে। ২২০ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন কমিশনের সবশেষ ইউপি নির্বাচনে ছয় ধাপে ভোটের দিন অন্তত ৩৫ জন লোকের প্রাণহানি ঘটে। দলভিত্তিক ওই ইউপি নির্বাচনে নিবন্ধিত ৩০টি দল অংশ নেয়। সচিব জানান, ষষ্ঠ ধাপে একই তফসিলে ১১ পৌরসভায় ভোট হবে। সবখানে ইভিএমে ভোট হবে। প্রথম ধাপে ৩০টি ইউনিয়ন বাদে অনগুলোতে ব্যালট পেপারে ভোট হবে। |