 মো. হাবিবুর রহমান, মুরাদনগর।।
মো. হাবিবুর রহমান, মুরাদনগর।।
কুমিল্লার
 মুরাদনগরে গোমতী নদীর বেড়িবাঁধের দুই পাশে অবৈধ ভাবে গড়ে তোলা শত কোটি 
টাকা মূল্যের অর্ধ-শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
 (বাপাউবো)। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের 
রহিমপুর মৌজার গোমতী বেড়িবাঁধ এলাকার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী 
ম্যাজিস্ট্রেট শামীম আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে 
গিয়ে জানা যায়, দেশের নদী/খাল/জলাশয় সমূহের অবৈধ স্থাপনা উচ্ছেদ 
কার্যক্রমের ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় জেলা 
প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশক্রমে অভিযানের অংশ হিসেবে 
রহিমপুর মৌজার গোমতী বেড়িবাঁধের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা এক কিলোমিটারেরও
 অধিক জায়গার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে 
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল
 ইসলাম কমল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকোশলী আবু তালেব, সহকারী 
রাজস্ব কর্মকর্তা শাহাদাত হোসেন ও আরিফুর রহমান, শাখা কর্মকর্তা কামাল 
উদ্দিন খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পানি উন্নয়ন বোর্ডের 
উপ-বিভাগীয় প্রকোশলী আবু তালেব দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, পানি উন্নয়ন 
বোর্ড ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা 
করছি। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার নোটিশ প্রদান 
করা হয়েছে। কিন্তু অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না  নেওয়ায় বুলড্রেজার
 দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ 
কার্যক্রম অব্যহত থাকবে।
                         
