শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় ৪৮ দিনে দুই কোটি টাকার মাদকসহ ৪১৫ কারবারি আটক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম |

মাসুদ আলম  ||
কুমিল্লা জলা পুলিশের মাদক বরোধী নিয়মিত অভিযানে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ৪৮ দিনে প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। ওইসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৪১৫ জন মাদক কারবারিকে।
গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এই তথ্য জানান।
ব্রিফিংয়ে দেয়া তথ্যে জানা যায়, গত ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮ দিনে কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ৪১৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে আটক করা হয়েছে এক কোটি ৯২ লাখ ৬৭ হাজার ২০০ টাকার মাদকদ্রব্য। এর মধ্যে ১০৪৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা, ৪ হাজার ৭০৫ বোতল ফেন্সিডিল, ৩১৭ লিটার দেশি মদ এবং বিভিন্ন ব্র্যান্ডের মদের মধ্যে হুইস্কি ১০৮ বোতল, বিয়ার ১০ বোতল, বিদেশী মদ ২৯ বোতল ও স্কাফ সিরাফ ৬৩৯ বোতল।
প্রেস ব্রিফিংয়ে মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারিদের কাউন্সিলিংয়ের বিষয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এই অভিযানকে আরও বেগবান করতে জেলার প্রত্যেকটি থানায় আলাদাভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। এর মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। এছাড়া আইন প্রয়োগে মাদকের চালান, কারবার এবং সেবন শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
তিনি আরও জানান, এসওপি কর্মকৌশল হিসেবে মাদক কারবারিদের আইনের আওতায় আনা ও মানিলন্ডারিং আইনে মামলা, মাদকবিরোধী আন্দোলন ও প্রচার, আন্তঃবাহিনীর সমন্বয়, মাদকসেবীদের কাউন্সিলিং ও তাদের চিকিৎসার উদ্যোগ, ইউনিয়নভিত্তিক মাদকমুক্ত কার্যক্রম পরিচালনা, কারবারিদের আত্মসমর্পণ ও পুনর্বাসন, সাজা ও বিচারের আওতায় আনা হবে।
এছাড়াও মাদকের উৎস, রুট, মাদকপ্রবণ এলাকা, মাদকের স্পট এবং মাদক কারবারিদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে মাদকবিরোধী অভিযান আরও বাড়ানো হবে।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২