শিরোনাম: |
দৈনিক ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বেড়েছে
শ্রীকাইলের ৪ নম্বর কূপ
|
![]() কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল (মকলিশপুর) গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ ফিতা কেটে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বিজিএফসিএল’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান। তিনি জানান, ইস্ট-৪ গ্যাস ক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। বর্তমানে নতুন এই কূপটি আবিস্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে আরো ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব । যা আগের তুলনায় দৈনিক অন্তত ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বেড়েছে। এছাড়া ইস্ট-১ নবীনগর কূপে যে পরিমান গ্যাস মজুদ আছে তা উত্তোলন শুরু হলে দৈনিক ১০-১২ মিলিয়ন ঘনফুট করে ১৫ বছর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এর আগে ৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় ইস্ট-৪ নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করেন। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার। অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, বাপেক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহানসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ![]() |