শিরোনাম: |
কুমিল্লায় আক্রান্ত বেড়ে ৪২২৪
|
ফারুক আল শারাহ: কুমিল্লা জেলায় আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২২৪ জন। একদিনে নতুন কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করলেও পূর্বের ৭ জনকে তালিকায় অন্তভূক্ত করায় ১১৯ জন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্রে জানা যায়, কুমিল্লায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ১৩ জন, লাকসাম ৮ জন, দেবিদ্বার ৭ জন, মুরাদনগর ৬ জন, নাঙ্গলকোট ৬ জন, তিতাস ৬ জন, মনোহরগঞ্জ ৫ জন, চৌদ্দগ্রাম ৪ জন, আদর্শ সদর ১ জন ও সদর দক্ষিণ উপজেলায় ১ জন। নতুন ৫৭ জনসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪,২২৪ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে, পূর্বের ৭ জনকে তালিকায় অন্তভূক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, সিটি কর্পোরেশন ২ জন, আদর্শ সদর ১ জন, লাকসাম ১ জন, বরুড়া ১ জন, চান্দিনা ১ জন ও তিতাস উপজেলায় ১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৯ জন। জেলায় একদিনে সুস্থ হয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে রয়েছেন, সিটি কর্পোরেশন ৩৭, চৌদ্দগ্রাম ২৫, দেবিদ্বার ২১, নাঙ্গলকোট ৫, মনোহরগঞ্জ ৩ ও বুড়িচং উপজেলায় ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,২১৭ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২১,২৬৭টি। রিপোর্ট এসেছে ২০,৬২৫টি। রিপোর্ট প্রক্রিয়াধীন ৬৪২টি। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক হতে হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। |