শিরোনাম: |
নাঙ্গলকোটে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি চাষ উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান
|
বারী উদ্দিন আহমেদ বাবর ||
কুমিল্লার নাঙ্গলকোটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি-পুষ্টি উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পারিবারিক কৃষির আওতায় বসতবাড়িতে সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুুল।এসময় উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হাওলাদার এবং নাঙ্গলকোট পৌরসভার উপসহকারী কৃষি অফিসার জুনায়েদ হাসান, বটতলী ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার জিয়াউর রহমান ও বক্সগঞ্জ উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। |