শিরোনাম: |
দেবিদ্বারে ১শ’ পরিবারে ঈদ সামগ্রী উপহার দিলো স্বেচ্ছাসেবকলীগ
|
কুমিল্লার দেবিদ্বারে ১শ’ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার বিকাল ৫ টায় দেবিদ্বার পৌর এলাকার পুরাতন বাজারে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লার উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন। এসময় তিনি বলেন, ধনী-গরিব কোন ভেদাভেদ নেই। করোনার মাঝেও সকলের ঘরে এবার ঈদ বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি। আমরা চাই এবারের ঈদে মানুষ ঘরে থাকুক, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুক। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমন মানবিক নির্দেশনা দিয়েছেন প্রতিটি নেতা কর্মীকে। আমরা মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় মাঠে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। এর আগেও করোনায় বিপর্যন্ত প্রায় দুইশ’ পরিবারের মাঝে তিন দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরাতন বাজার এলাকার কোন মানুষ খাদ্যের অভাবে নেই। যারা অভাব অনটনে পড়ছেন আমরা তার বাড়িতেও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহসম্পাদক মো. আনোয়ার হোসেন বাপ্পু, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাতুল রহমান আশিক, পৌরছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান, সদস্য মো. আমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা খাইরুল ইসলাম, আতিক, বাবু, শাহাদাত, সবুজ, ও ছাত্রলীগ নেতা বাবু পাঠান ও নাসির প্রমুখ। |