
কাতারে অবস্থানরত বাংলাদেশীদের
অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ এর উদ্যোগে গতকাল কুৃমিল্লার লালমাই
উপজেলার নূরপুর গ্রামে দেড় শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী
বিতরণ করেন সংগঠনের সদস্য সচীব মোঃআনোয়ার হোসেন সুমন।এসময় উপস্থিত ছিলেন
স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম,সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন,
বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম,আবদুল্লা আল মামুন রবিন,মহিবুল্লাহ,বিল্লাল
হোসেন,শাহাদাত হোসেন শিবলু,মিলনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।ঈদ সামগ্রী
বিতরণ অনুষ্ঠানে সংগঠর সদস্য সচীব মোঃ আনোয়ার হোসেন সুমন বলেন,সম্প্রতি
বিশ্বব্যাপী মহামারি আকারে ধারণ করা নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব
মোকাবেলায়হৃদয়ে বাংলাদেশ সংগঠনের উদ্যোগে কাতার ও বাংলাদেশের বিভিন্ন
জায়গায় গত কয়েকদিন থেকে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে কয়েক দফায়
ত্রাণ(খাদ্য) সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।আজকের এ আয়োজন তারই একটা
অংশ বিশেষ।২০১৯সালের নভেম্বর মাসে কাতারে অবস্থানরত বাংলাদেশীদের অরাজনৈতিক
সংগঠন হিসাবে হৃদয়ে বাংলাদেশ এর আত্নপ্রকাশ করা হয়।সংগঠনটির প্রতিষ্ঠার পর
থেকে কাতার ও বাংলাদেশে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান মূলক এবং সমস্যা
গ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগীতামূলক বিভিন্ন কায্যক্রম পরিচালনা করে
আসছে। তিনি সংগঠনটির সাথে সম্পৃক্ত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
আল্লাহ যেন সবাইকে বিভিন্ন মহামারী থেকে হেফাজত করেন।পরে তিনি সংগঠনটির
লক্ষ্য এবং উদেশ্য যথাযথ রেখে আগামীদিনেও যাতে এধরনের সমাজসেবা মূলক
কায্যক্রম পরিচালনা করা যায়। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা
করেন।