শিরোনাম: |
পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
|
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে ‘একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকাল ৮টায় কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ইউছুফ ভূঞা ও শিক্ষকম-লী, এরপর ক্রমান্বয়ে পুস্পস্তবক অর্পণ করেন কলেজের রভার স্কাউট দল, ব্যবস্থাপনা বিভাগের সম্মান শ্রেণির বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, হিসাববিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণির বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম বিভাগের সম্মান শ্রেণির বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র, দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী, দ্বাদশ মানবিক বিভাগের ছাত্র, দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী, দ্বাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র, দ্বাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী, একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র, একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী, একাদশ মানবিক বিভাগের ছাত্র, একাদশ মানবিক বিভাগের ছাত্রী, একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র, একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী, সোহেল স্মৃতি ছাত্রাবাসের হল সুপার ও ছাত্রাবাসের আবাসিক ছাত্রবৃন্দ, পিসি শিল্পীগোষ্ঠী এবং কলেজের অফিস সহকারি ও কর্মচারীবৃন্দ। প্স্পুস্তবক অর্পণ শেষে কলেজের অধ্যক্ষ দেয়ালিকা উন্মোচন করেন। সবশেষে কলেজ মিলনায়তনে জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ মানবিকের ছাত্র মোঃ সাজ্জাদুর রহমান সজিব। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন কলেজের পিসি শিল্পীগোষ্ঠী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ শাহেদুল ইসলাম, একাদশ শ্রেণির পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার। অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা তাঁর বক্তব্যে বলেন, শুধু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ভাষা শহীদদের স্মরণ করলে চলবে না। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা সকল ক্ষেত্রে শুদ্ধ ও সঠিকভাবে প্রয়োগ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন পিসি শিল্পীগোষ্ঠী।
|