দেবিদ্বারে জয়পুর মডেল হাইস্কুলের উদ্বোধন
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।
আমাদের মানুষের মত মানুষ হতে হবে। এ প্রত্যান্ত অঞ্চলে সুশিক্ষার জন্য একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করব, এ স্কুল থেকে সুশিক্ষায় শিক্ষিত মানুষ বের হবে। তিনি সকলে উদ্দেশ্যে বলেন, এ এলাকায় একটি মাদরাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হয়েছে, ডিজিটাল ল্যাব হয়েছে, রাস্তা পাকা করা হয়েছে। আর এই সকল কাজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের চিন্তা করে আপনাদের চিন্তা করে। তিনি আরও বলেন, এই স্কুলটি একদিন দেশসেরা হবে, মানুষ সারা দেশ থেকে এই স্কুলটি দেখতে আসবে।
শনিবার দুপুরে ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর মডেল হাইস্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। জয়পুর মডেল হাইস্কুলের সভাপতি মো.মোছলেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, সাবেক প্রকৌশলী নুরুল ইসলাম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন রাজু, প্রভাষক মো.সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভঅপতি মো. আবু কাউছার অনিক, সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন, ছাত্রলীগের আহবায়ক মো.ইকবাল হোসেন রুবেল, ফতেহাবাদ ইউপি আওয়ামীলীগ সভাপতি মো.মফিজুল ইসলাম প্রমুখ।