ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ড্রেজার মেশিনে মাটি কাটায় ফসলি জমি উজার
Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM, Update: 27.07.2021 12:58:21 AM
ব্রাহ্মণপাড়ায় ড্রেজার মেশিনে মাটি কাটায় ফসলি জমি উজার ইসমাইল নয়ন।।
 ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মনগুছ গ্রামে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট ও উজার করছে একটি মহল । এ বিষয়ে কুমিল্লা আদালতে ভোক্তভোগী পাশের জমির মালিক উপজেলা কমিশনার ভুমি বরাবর জমি রক্ষায় আবেদন এবং কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মনগুছ গ্রামের আবদুল আওয়ালের ছেলে মোঃ অপু আহাম্মেদ জানান, তার জমি থেকে মাত্র ৮ফুট দূরে ড্রেজার মেশিন দিয়ে ৪০ ফুট গভীরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে একই গ্রামের মৃত আবদুল জব্বারের দুই ছেলে আলেক মিয়া (৫৫) ও আব্দুল মালেক (৫০)। এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন করছে। এতে করে ওই এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তারা জোর পূর্বক মাটির নিচে গভীর করায় জমি ভাঙার উপক্রম হয়ে অপু আহমেদের প্রায় ৪ শতক ফসলি জমি ভেঙে তাদের গর্তে পড়ে যাবে এবং তাদের জমিটি চাষের অনুপযোগী হয়ে যায়।তাদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা থানা পুলিশের পারমিশন এবং উপজেলা চেয়ারম্যানের দোহাই দিচ্ছে। তাদের হাত থেকে ফসলি জমি রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ এবং কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছে বলে জানায় অপু আহাম্মেদ।