ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় প্রাণ গেলো আরো ১৫ জনের
একদিনে রেকোর্ড সর্বোচ্চ ৭ শতাধিক রোগী শনাক্ত
Published : Monday, 26 July, 2021 at 12:00 AM, Update: 26.07.2021 1:51:36 AM
একদিনে রেকোর্ড সর্বোচ্চ ৭ শতাধিক রোগী শনাক্ত মাসুদ আলম।।
কুমিল্লায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিন শত শত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে কুমিল্লায় দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়।  
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছে ৭০১ জন। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২২৮জন।  একদিনে করোনা শনাক্তের এ সংখ্যা কুমিল্লায় সর্বোচ্চ। এনিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ২৩ হাজার ৮৩০ জনে। এদিকে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরশেন এলাকায় পাঁচজন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬২ জনে। রবিবার (২৫ জুলাই) মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৮ জন নারী এবং ৭জন পুরুষ।
রবিবার বিকেলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,  গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০১ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৭০১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২২৭ জন।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দেখানো হয়েছে ৪১ দশমিক ২ শতাংশ।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২৮ জন, আদর্শ সদরে সাতজন, সদর দক্ষিণে সাতজন, বুড়িচংয়ে ৫২ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, চান্দিনায় ২৮জন, চৌদ্দগ্রামে ৪৭ জন, দেবিদ্বারে ১২ জন, দাউদকান্দিতে পাঁচজন, লাকসামে ৪৬ জন, লালমাইয়ে ২৩ জন, নাঙ্গলকোটে ৩৩ জন, বরুড়ায় ৬১ জন, মনোহরগঞ্জে ৩৭জন, মুরাদনগরে ৪৪জন, মেঘনায় নয় জন, তিতাসে চারজন এবং হোমনায় ২৫ জন।
সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩হাজার ৮৩০ ।
এছাড়া গত গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, নাঙ্গলকোটে দুইজন,  মনোহরগঞ্জে দুইজন, বরুড়া মুরাদনগর, লালমাই, বুড়িচং, তিতাস ও চান্দিনায় একজন করে।