ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM, Update: 13.06.2021 1:52:50 AM
বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিলনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু এমপির নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) শূন্য আসনের উপনির্বাচনে বুড়িচং উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আবুল হাসেম খানকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ঘোষণা করায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও বিতরণ করা হয়েছে মিষ্টি। এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাসেম খানকে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করায় দলীয় সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে এডভোকেট মোঃ আবুল হাসেম খাঁনকে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় বুড়িচং উপজেলা সদরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দফায় দফায় আনন্দ মিছিল এবং পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্তর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ রেজাউল করিম খোকনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। এর কিছু ন পর পর আনন্দ মিছিল বের হয়। বিকালে একটি মিছিল শেষে উপজেলা সড়কে একটি পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আবু মুছা ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগ আব্দুল জলিল, মাজেদুল ইসলাম মেম্বার, ফারুক খান মেম্বার, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন যুবলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান ওয়ালটন, শামীমুল ইসলাম, তানভীর হোসেন পাভেল, জহিরুল ইসলাম, মোতাহের হোসেন, সাইফুল ইসলাম বাদল, সিরাজুল ইসলাম ঠিকাদার, মোহাম্মদ আলী, আশিকুর রহমান, আব্দুল কাইয়ূম, , মোঃ আক্তার হোসেন আকাশ, জালাল উদ্দীন ব্ল্যাক,আব্দুল কাদের জিলানী, মোজাম্মেল হক, ,শ্রমিক লীগ নেতা মোঃ তারু মিয়া,  উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সুমন, মোঃ কামরুজ্জামান,আল আমিন, আশরাফুল, ইমন হোসেন, তোষার, নাজমুল হাসান, রুবেল। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদর বাজার থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, যুবলীগ নেতা নবীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান আহবায়ক জাহিদুর হাসান পলাশ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম আশরাফ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন, সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আলিফ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান শরিফ, মোস্তফা ছারোয়ার, যুবলীগ নেতা মশিউর রহমান ভূইয়া, সোহাগ খান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক কাউছার আলম, চান্দলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাজু সরকার, মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল আহম্মেদ ভূইয়া, সাধারণ সম্পাদক সুহান আহাম্মেদ ভূইয়া, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।
এছাড়াও এডভোকেট আবুল হাসেম খাঁন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে রাজাপুর ইউনিয়ন এর চড়ানল পাচওরা, সহ বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদণি করে। আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,উপজেলা আ’লীগ সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাহের,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ূন কবির মেম্বার, কুমিল্লা দণি জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ বাসির জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী নাসির উদ্দিন ও মোঃ আব্দুল জলিল ভূইয়া লরিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, , আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মেম্বার,জসিম উদ্দিন,লুতু মিয়া সর্দার,আসাদুল্লাহ বাবু,তাজুল ইসলাম তাজুল,জাহাঙ্গীর আলম ঠিকাদার,শাখাওয়াৎ হোসেন সবুজ, সৈয়দ নোমান মিয়া,কাজী আক্তার হোসেন,খোরশেদ আলম চৌধুরী,ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা,আলী আশ্রাফ মেম্বার,সুবেদার কবির হোসেন,ফরিদ আহমেদ পুলিশ,আব্দুল অহিদ, দৌলত আহমেদ মাষ্টার,অহিদুর রহমান,আলমগীর হোসেন,সার্জেণ্ট অবসর সেলিম হোসেন,ছাত্র্রলীগ নেতা রোমেন,সজিব,সাইফুল ,ফয়সাল ।
অপরদিকে এডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় আজ বিকেলে কুমিল্লার নিমসার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। এলাকায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এডভোকেট আবুল হাসেম খান কে মনোনয়ন দেয়ায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। মহাসড়কের নিমসার বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে পরিহলপাড়া, কোরপাই এলাকা প্রদণি শেষে নিমসার বাজার এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য, আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর জাতীয় সংসদের ৫টি নির্বাচনে চিফ এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এড. আবুল হাসেম খান। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে এই আসনে ৩৫ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ২৮ জুলাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।