ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো
Published : Tuesday, 8 June, 2021 at 8:36 PM
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়ালোভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসলেও আশঙ্কা ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাকের সংক্রমণ বিরল হলেও এতে মৃত্যুর হার অনেক বেশি। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮টি রাজ্যে এখন পর্যন্ত ২৮ হাজার ২৫২ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ হাজার ৩৭০ জনের (৮৬ শতাংশ) করোনায় আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। এছাড়া ১৭ হাজার ৬০১ জনের (৬২.৩ শতাংশ) ডায়বেটিস আছে।

হর্ষ বর্ধন আরও জানান, রাজ্য হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩২৯ জন। এরপর রয়েছে গুজরাত (৫ হাজার ৪৮৬ জন)। এছাড়া মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, দিল্লি ও অন্ধ্র প্রদেশেও আক্রান্ত পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বায়ুর খারাপ অবস্থা এবং মুম্বাইয়ের মতো অতিরিক্ত বর্জ্যের কারণে ছত্রাকের বংশবৃদ্ধি সহজ হচ্ছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে এটি গুরুতর আশঙ্কা তৈরি করছে।

গুরুগ্রামের মেদান্তা লিবার ট্রান্সপ্লান্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. অরবিন্দর সইন বলেন, গত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে মিউকোরমাইকোসিস আক্রান্তের সংখ্যা গত এক মাসেই ছাড়িয়ে গেছে।