ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে রোজিনা ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা
Published : Thursday, 20 May, 2021 at 7:18 PM
তিতাসে রোজিনা ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভাকবির হোসেন, তিতাসঃ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ট প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে তিতাস প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ তিতাস প্রস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেয়া তিতাসে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বাস্থ্য কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের অপকর্ম ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করছে। সাংবাদিককে হেনস্থা করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী সেই কর্মকর্তাদের শাস্তি এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।বক্তব্য রাখেন তিতাস প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) কবির হোসেন,সাধারণ সম্পাদক আসলাম,সাবেক সাধারণ সম্পাদক হানিফ খান, সহ-সভাপতি হুমায়ুন কবির কাজল, এম এ কাশেম ভূইয়া, যু্গ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, কোষাধ্যক্ষ জুয়েল রানা ও সদস্য কামরুল হাসান তুষার প্রমূখ।