ছাগরপট্টির ওই ঝুপড়িগুলিতে মূলত
ছাগলই প্রতিপালন করা হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ঝুপড়িগুলি খালি ছিলই বলে
জানা গিয়েছে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় যদিও। আগুন নেভাতে
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত
লাগিয়েছেন স্থানীয়রাও।শহরে এই ধরনের অগ্নিকাণ্ড লাগাতার ঘটেই চলেছে।
কিছু দিন আগে প্রথমে বাগবাজারের বস্তিতে আগুন লাগলে গোটা এলাকায় চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে। তার পর সম্প্রতি নিউটাউনের একটি বস্তিতেও একই ভাবে আগুন লাগে।



