
বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ ডিসেম্বরের লিখিত পরীক্ষা রাজধানীর যেসব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তা আসন বিন্যাসসহ কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী সিট প্ল্যান করা হয়েছে। তবে কতজন পরীক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নেবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

যেসব প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেগুলো হলো- আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ।
এর আগে এই লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে গত বুধবার (১৬ ডিসেম্বর) আবেদন করেন এমসিকিউ উত্তীর্ণ শিক্ষার্থীরা।