
অঙ্কুশ হাজরা কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক। এবার বিয়ে করতে যাচ্ছেন । সম্প্রতি মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি। তাঁদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ২৯ নভেম্বর নিজের বিয়ের কথাটি জানালেন অঙ্কুশ।
টুইটারে অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতিকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’
অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম ঐন্দ্রিলার সঙ্গে। পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া জানিয়েছে তাকেই বিয়ে করতে যাচ্ছেন । আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।
অন্যদিকে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনো সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি প্রেমিকার সঙ্গে নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।