Published : Sunday, 29 November, 2020 at 12:00 AM, Update: 29.11.2020 1:59:12 AM

ফারুক
আল শারাহ: কুমিল্লায় একদিনে করোনা সংক্রমিত হয়েছে আরো ১৬ জন। এ নিয়ে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৫৫০ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন
২৩৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৫২০ জন।
জেলা সিভিল সার্জন
কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) কুমিল্লায় ৭৩টি
নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ১৬ জনের পজিটিভ ও ৫৭টি নেগেটিভ।
আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ৫ জন, দেবিদ্বার ৫ জন, নাঙ্গলকোট ২ জন,
হোমনা ২ জন, মনোহরগঞ্জ ১ জন ও মুরাদনগর উপজেলার ১ জন। জেলায় একদিনে করোনায়
আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। একই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন। তাদের
সকলে সিটি করপোরেশন এলাকার।
সূূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর)
কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩৮ জনের। এ পর্যন্ত জেলায় সর্বমোট
নমুনা সংগ্রহ হয়েছে ৪৪,৩৪১টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৪৩,৯৭৯টি। এখনো
রিপোর্ট প্রক্রিয়াধীন ৩৬২টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৮,৫৫০ জন এবং নেগেটিভ
৩৫,৪২৯টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ
হয়েছেন ৭,৫২০ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৭৯৩ জন।
কুমিল্লা
জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস
থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে
হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা
সম্ভব।