Published : Friday, 27 November, 2020 at 12:00 AM, Update: 27.11.2020 1:06:05 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ
নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার
শিলমুড়ী (উঃ) ইউনিয়ন জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে এ হত্যাকা-ের
ঘটনা ঘটে। এ ঘটনায় রানা (৩৩) নামে এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন।
নিহত
জহিরুল ইসলাম বরুড়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ
সম্পাদক। তিনি জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে। আহত রানা একই গ্রামের
সাহেব আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বরুড়া উপজেলার শিলমুড়ী
(উঃ) ইউনিয়ন জীবনপুর গ্রামের একটি দোকানের সামনে দাড়িয়ে জহিরুল ও তার বন্ধু
রানা চা খাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা জহিরুল ও রানাকে দা-ছেনি দিয়ে কুপিয়ে
মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার বরুড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত
ঘোষণা করে। আহত রানার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হত্যাকা-ের
বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানা ওসি ইকবাল বাহার মজুমদার জানান, স্থানীয়
একটি দোকানে জহিরুল ইসলাম এবং রানা (৩৩) নামে এক ব্যক্তি চা খাচ্ছিলেন।
এসময় দুর্বৃত্তরা এসে ছেনি, দা দিয়ে জহিরুল ইসলামের মাথায় এলোপাথারি কুপিয়ে
আহত করে। সঙ্গে থাকা ওই ব্যক্তিকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা ঘটনাস্থল
থেকে জহিরুল ইসলাম ও রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত ডাক্তার জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রানা হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, জহিরের লাশ উদ্ধার করে কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা
প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জহিরুল
ইসলামের মা জোহরা বেগম জানান, তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জহিরুল সবার
বড়। জহিরুলের আট বছরের একটি ছেলে আছে। কয়েক বছর আগে তাঁর স্ত্রীর সঙ্গে
জহিরুলের বিচ্ছেদ হয়। এখন ছেলেটি বাবাকেও হারাল। তিনি ছেলে হত্যার বিচার
চান।
বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম বলেন, জহিরুল
দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত
গ্রেপ্তারের দাবি জানান তিনি।