

জার্মানির অর্থমন্ত্রীর মতে,করোনা নিয়ন্ত্রণ করতে জার্মানিতে বর্তমান ‘লকডাউন লাইট’কে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘায়িত করা হোক। ম্যার্কেলসহ জার্মান নেতৃত্ব বুধবারে আলোচনায় বসবেন৷
জার্মানির ভাইস চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও বাভারিয়া অঞ্চলের প্রধান মার্কুস জ্যোডার বিল্ড আম জনটাগ পত্রিকাকে জানান যে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে যে ‘লকডাউন লাইট’ এখন চলছে, তা ক্রিসমাসের আগ পর্যন্ত ডিসেম্বর মাসেও জারি থাকতে পারে। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে অনলাইনের।বুধবারে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে নতুন করে করোনাবিধি বিষয়ে আলোচনায় বসবেন এই দুই রাজনীতিকসহ জার্মানির ১৬টি রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব।বড়দিনে যা হবে
জার্মান ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী শোলৎজ বলেন, ‘এখনকার পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, বর্তমান কড়াকড়ি অবশ্যই ৩০ নভেম্বরের পরেও চালু রাখতে হবে।’
জ্যোডারের মতে তা ৩০ নভেম্বরের পরে আরও দুই বা তিন সপ্তাহ বাড়াতে হবে। তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে বড়দিন উপভোগ করতে আমাদের অবশ্যই লকডাউনের সময়সীমা ও বিধিনিষেধ আরও বাড়াতে হবে।’
অর্থমন্ত্রী শোলৎজ অবশ্য জানিয়েছেন, লকডাউন দীর্ঘায়িত হলেও ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত শিল্পীদের হাত ছাড়বে না কর্তৃপক্ষ।তার আশ্বাস, ‘এটা জীবিকা সুরক্ষিত রাখার প্রশ্ন। এ বিষয়ে আমরা বাস্তবকে মাথায় রেখে, বুদ্ধি করে আমলাতন্ত্রের মারপ্যাঁচকে সামলে চলবো।’