দেবিদ্বারে এক পরিবারেই চার মাদক ব্যবসায়ী!
বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৫
Published : Wednesday, 18 November, 2020 at 12:00 AM, Update: 18.11.2020 12:48:30 AM

শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার
দেবিদ্বারে একই পরিবারের চারজনসহ কুখ্যাত পাঁচ মাদক কারবারীকে আটক করেছে
থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বরকামতা ইউনিয়নের আশরায়
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক পাঁচজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলো,
বরকামতা ইউনিয়নের আশরা গ্রামের জলিল চৌকিদারের বাড়ির মো. দুলাল মিয়ার ছেলে
মো. মামুন মিয়া (২৮), মামুন মিয়ার স্ত্রী মোসা. ফরিদা আক্তার (২৩) দুই বোন
নাঈমা আক্তার (১৮), ফাহিমা আক্তার (১৭) এবং বুড়িচং উপজেলার মোকাম
পূর্বপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২২)। আটককৃতদের মঙ্গলবার
দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়,
স্থানীয় লোকজন প্রথমে মাদক কারবারী সোহাগ মিয়াকে আটক করে দেবিদ্বার থানা
পুলিশকে খবর দিলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. জহিরুল আনোয়ারের
নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া একদল পুলিশ নিয়ে মাদকব্যবসায়ী
সোহাগ মিয়াকে আটক করেন। পরে তার দেয়া তথ্য ও তাকে সাথে নিয়ে কুখ্যাত
মাদককারবারী মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মেঝের গর্তে লুকানো
তিনটি প্যাকেটে মুড়ানো ১২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময়
মাদক বিক্রির সাথে জড়িত থাকায় মামুনসহ তার স্ত্রী ও দুইবোনকে আটক করে
পুলিশ। এছাড়াও মাদক সরবরাহ কাজে নিয়োজিত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, বিপুল পরিমাণ
মাদকদ্রব্যসহ আটককৃত পাঁচ মাদককারবারীর বিরুদ্ধে দেবিদ্বার থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মঙ্গলবার
দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।