Published : Sunday, 8 November, 2020 at 12:00 AM, Update: 08.11.2020 12:49:15 AM

নিজস্ব
প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী
উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু কর্ণার
উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক
ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন বাংলাদেশ প্রেস
কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক
প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা
ও নূরে আক্তার জাহান সীমা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান
সরদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিকতা নিয়ে স্বাগত
বক্তব্য রাখে প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী। স্বাগত বক্তব্য
রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ্ আলম ও কুমিল্লা
অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন। এসময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির
বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার
বলেন, মিথ্যা সংবাদ নয় সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে
হবে। সাংবাদিকদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে কুমিল্লা উন্নয়ন ও অগ্রগতির
সাথে সম্পৃক্ত হতে হবে। কুমিল্লা প্রেসক্লাবও কুমিল্লার পেশাজীবী
সাংবাদিকদের জন্য। কুমিল্লার উন্নয়ণে সকল সাংবাদিকরা একসাথে কাজ করে।
বিশেষ
অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ
উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সঠিক
সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ প্রেস
কাউন্সিল সব সময়ই পাশে আছে।
এর পরে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে
কুমিল্লা প্রেসক্লাবের একটি কক্ষে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন
করেন অতিথিরা। বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর
জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন বই এবং আলোকচিত্র দিয়ে সজ্জিত করা হয় এই
বঙ্গবন্ধু কর্নারটি।