Published : Wednesday, 21 October, 2020 at 12:00 AM, Update: 21.10.2020 1:02:00 AM

ফারুক আল শারাহ: কুমিল্লায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ২১৪ জন। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,৮০৭ জন। আরো ২৩ জন সুস্থ হওয়ায় সর্বমোট সুস্থ হলো ৬,৯১১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লায় ১০৩টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ২৩ জনের পজিটিভ ও ৮০টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সিটি করপোরেশন ১৪ জন, আদর্শ সদর ২ জন, চৌদ্দগ্রাম ২ জন, বরুড়া ১ জন, সদর দক্ষিণ ১ জন, দেবিদ্বার ১ জন, দাউদকান্দি ১ জন ও মুরাদনগর উপজেলায় ১ জন। জেলায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। ৬৬ বছর বয়সী বৃদ্ধার বাড়ি সিটি করপোরেশন এলাকায়।
জেলায় একদিনে ২৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সিটি করপোরেশন ১৯ জন ও সদর দক্ষিণ উপজেলা ৪ জন।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১২০টি। এ পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৩৯,৭৯১টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৩৯,১৪৬টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৬৪৫টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৭,৮০৭ জন এবং নেগেটিভ ৩১,৩৩৯টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬,৯১১ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৬৮২ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।