
বুড়িচং প্রতিনিধি ।।
কুমিল্লার
বুড়িচং উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের জন্য নব নির্মিত বহু তল বিশিষ্ট
ভবনে গত শুক্রবার দিবাগত রাতে এক দল চোর চক্র ভবনের ভিতরে ঢুকে বিভিন্ন
মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় শনিবার দুপুরে ঠিকাদার শরীফুল ইসলাম
ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের
বিবরনে জানা যায় জেলার বুড়িচং উপজেলা সদরের উত্তর বাজার এলাকায় মুক্তি
যোদ্ধাদের জন্য একটি নব নির্মিত বহু ভবনের নির্মান কাজ করে অাসছেন ঠিকাদার
শরীফুল ইসলাম ভূইয়া। ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। গত শুক্রবার দিবাগত রাতে
একটি চোর চুক্র দুঃসাহিক ভাবে ওয়ালের গেইটের জালি সুকৌশলে ভেঙে ভিতরে
প্রবেশ করে
এবং বিভিন্ন কাজে ব্যবহৃত মালা চুরি করে নিয়ে যায়। এতে প্রায ৭০ হাজার টাকার মালা মাল চোরেরা চুরি ও ক্ষতিগ্রস্ত করে।
অভিযোগ পেয়ে বুড়িচং থানার এস অাই মোঃ মিন্নত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।