Published : Saturday, 15 August, 2020 at 12:00 AM, Update: 15.08.2020 1:51:06 AM

নিজস্ব
প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও উপসর্গ নিয়ে
কুমিল্লায় একদিনে ৩ নারীসহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে
শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক)
হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে এ ৪ জন মারা যান। তাদের মধ্যে একজন করোনায়
আক্রান্ত হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান তাদের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া চারজনের মধ্যে একজন কোভিড
ওয়ার্ডে এবং তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার বরুড়া উপজেলার আবদুল কাদের (৭৫)।
উপসর্গ
নিয়ে মারা যাওয়া তিনজন হলেন- কুমিল্লা সদর উপজেলার আনোয়ারা বেগম (৮০),
দাউদকান্দি উপজেলার ঝর্না বেগম (৫০) এবং চৌদ্দগ্রাম উপজেলার আক্তার বানু
(৫৫)।
ডা. মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ
হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ১২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায়
(বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত) করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে
৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।