Published : Friday, 31 July, 2020 at 12:00 AM, Update: 31.07.2020 1:59:08 AM

স্টাফ
রিপোর্টার: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি
আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে
সকলকে এক হয়ে কাজ করতে হবে। এমপি বাহার বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করে গেছেন, এখন শেখ হাসিনার
নেতৃত্বে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের উদ্যেগে সমগ্র বাংলাদেশ ব্যাপি বৃক্ষ রোপন
কর্মসূচী কুমিল্লায় উদ্বোধন করে এমপি বাহার এসব কথা বলেন। পরে কলেজের উচ্চ
মাধ্যমিক শাখায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ ইয়ূথ
ক্যাডেট ফোরাম সদর দপ্তরের উদ্যেগে এ বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় সারা
বাংলাদেশে ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হবে। মুজিব বর্ষের
আহবান তিনটি করে গাছ লাগান এ স্লোগানে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের
সদস্যবৃন্দ সারা দেশে বৃক্ষ রোপন করবে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া,
বৃক্ষ রোপন কর্মসূচীর নেতৃত্ব দেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম স্থায়ী
পরিষদের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক। কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি আ ন ম
মঞ্জুরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক মাসুক মেহেদি, সাংগঠনিক সম্পাদক মোঃ
জাহিদুল হাসান, অর্থ সম্পাদক কাজী ইকরামুল হাসান প্রান্ত, মিডিয়া পাবলিকেশন
আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ মেহেদি হাসান সাকিব, সহ সম্পাদক ইয়াছিন
আরাফাত, ফুয়াদ হাসান, ফজলে রাফি, সদস্য আমির হোসেন, সাব্বির হোসেন, শহিদুল
ইসলাম পলাশ , সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক নাজমুল
হাসান খান।